ঢাকা, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩২, ১৭ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ


প্রকাশ: ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

গত ৮ই ননভেম্বর সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

এর আগে সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান পবারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, কালব লিমিটেডের ‘ক’ অঞ্চলের ডিরেক্টর আকরাম হেসেন প্রমুখ।

সভা শেষে সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পক্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।


   আরও সংবাদ