ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পতাকা উত্তোলন দিবসে কেন দাওয়াত পাননি আ স ম রব—প্রশ্ন নুরের


প্রকাশ: ২ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


পতাকা উত্তোলন দিবসে কেন দাওয়াত পাননি আ স ম রব—প্রশ্ন নুরের

   

 

 স্টাফ রিপোর্টার  : ১৯৭১ সালের  ২ মার্চ  দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসুর সহ-সভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দিবসটি স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। সকালে কলাভবন সংলগ্ন বটতলায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

এ আয়োজনে আ স ম আবদুর রব অতিথি হিসেবে আমন্ত্রণ না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্রনেতারা। বর্তমান ডাকসু ভিপি নুরুল হক নুরও ক্ষোভ প্রকাশ করে বলছেন, তিনিতো (আ স ম আবদুর রব) এখনও বেঁচে আছেন। কেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি?

বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ঢাবির উদ্যোগে প্রতিবছর এ দিবস পালিত হয়, অথচ সেখানে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলনকারীকে (আ স ম আবদুর রব) আমন্ত্রণ জানানো হয়না। তিনি এখনও জীবিত আছেন। এ ধরণের সংকীর্ণমনা পরিহারের আহ্বান জানান নুর।

নুর বলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামকে যারা বেগবান করেছিলেন, তাদের আজ অবমূল্যায়ন করা হয়। আমার ক্ষোভটা এখানে। তাই একজন বিবেক সম্পন্ন মানুষ এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আজকে পতাকা উত্তেলন দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি। এখানে তাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এসেছি। আমি কোন লেজুড়বৃত্তি রাজনীতি করতে এখানে আসেনি।

জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সহ-সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্পধারা মহাসচিব শাহ আহম্মেদ বাদল, গণ-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডি কার্যকরী সভাপতি মোঃ সিরাজ মিয়া, জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক  মোশারফ হোসেন, যুব পরিষদ এর আহবায়ক এস এম সামছুল আলম নিক্সন, বাংলাদেশ ছাত্রলীগ এর আহবায়ক তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

 


   আরও সংবাদ