ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

দেশে করোনায় নতুন আক্রান্ত ২, মৃত্যু নেই


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


দেশে করোনায় নতুন আক্রান্ত ২, মৃত্যু নেই

   

স্টাফ রিপোর্টার : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আরেকজনের ৭০ থেকে ৮০ তে। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৬ জন। এছাড়া এ সময়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ।

ডা. হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুইজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন আক্রান্ত দুইজনের ছড়ানোর উৎস এখনও পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৭৮ জন।

আজ বৃহস্পতিবার থেকে প্রতি উপজেলার অন্তত দুইজনের নমুন সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয় ভার্চুয়াল ব্রিফিংয়ে।


   আরও সংবাদ