ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

কর্মহীন, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করছে কোস্ট গার্ড


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কর্মহীন, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করছে কোস্ট গার্ড

   

বিএন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যর্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ কোস্ট গার্ড এ  তথ্য জানান।

কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড তার অধীনস্থ জোনসমূহে ইতিমধ্যে সর্বমোট ২ হাজার ৫ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে। 

উল্লেখ্য, দক্ষিণ জোন কর্তৃক বিসিজি বেইস অগ্রযাত্রার আওতাধীন বিসিজি স্টেশন পাথরঘাটা, নিজামপুর, নিদ্রাসখিনা পটুয়াখালী ও বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী, পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ইছানগর ঢাকা জোন কর্তৃক বিসিজি স্টেশন মাওয়া এর আওতাধীন এলাকায় এই সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে এই বার্তায় জানানো হয়।


   আরও সংবাদ