ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পঞ্চম ধাপে চেন্নাই থেকে দেশে ফিরল ১৬৬ বাংলাদেশি


প্রকাশ: ১ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পঞ্চম ধাপে চেন্নাই থেকে দেশে ফিরল ১৬৬ বাংলাদেশি

   

কূটনৈতিক প্রতিবেদক : পঞ্চম ধাপে ভারতের চেন্নাই আটকে পড়া পাঁচজন শিশুসহ ১৬৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলাএয়ারলাইন্স।

শনিবার (২৫ এপ্রিল)  বিকেল পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দর সূত্র জানা যায়, ফেরত আশা ১৬৬ বাংলাদেশির মধ্যে যারা নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। তারপরও যদি কারো করোনার উপসর্গ থাকলে তাহলে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হবে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিএন নিউজকে বলেন, শনিবার চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচজন শিশুসহ মোট ১৬৬ জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। দুপুর ২টা ৪৮মিনিটে ফ্লাইটে ঢাকায় এসে পৌঁচ্ছায়।

উল্লেখ্য, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ ইমরান বিএন নিউজকে জানান, তাদেরকে বেঙ্গালুরু থেকে বাসে করে চেন্নাই বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে তাদের ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে দেশে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ