প্রকাশ: ২২ মে, ২০২১ ১০:১০ পূর্বাহ্ন
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে আটকে রেখে মিথ্যা মামলায় গ্রেপ্তার,নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবীতে রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শনিবার ( ২২মে) সকাল সাড়ে এগারটায় রামগড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন খাগড়াছড়ির সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, গণমাধ্যমর বিষয়ে সরকার দ্বৈত নীতি অবলম্বন করছে। একদিকে গণমাধ্যমকে সরকারের চতুর্থ স্তম্ভ বলছে অন্যদিকে সাংবাদিকদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে। সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের একের পর এক দুর্নীতির প্রতিবেদনে প্রকাশ করায় তার সঙ্গে এই আচরণ করা হয়েছে।
গণমাধ্যমকে মুক্তভাবে কাজ করতে দিতে হবে।নির্যাতন করে গণমাধ্যমের কন্ঠরোধ করা যাবে না উল্লেখ করে বক্তারা আরও বলেন,মিথ্যা অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।অন্যথায় আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।
এসময় মানববন্ধন ও সমাবেশে অংশ নেন খাগড়াছড়ি থেকে আগত সাংবাদিক লিটন ভট্টাচার্য্য রানা, নুরুছছাপা মানিক, আবু জাফর সবুজ, মাইনউদ্দিন, স্থানীয় সাংবাদিক শুভাশীষ দাশ, ফয়েজ আহমদ মিলন, বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসাইন, নুরুল আলম শরীফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু সুফিয়ান সবুজ ,বাংলাদেশ-ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার সম্পাদক ধনমোহন ত্রিপুরা,সাবেক সাধারণ সম্পাদক জিনেন্দ্র ত্রিপুরা, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ আফসার হোসেন, মহিলা কল্যাণ সমিতির সদস্য শান্তা ত্রিপুরা, লাক্রা মারমা প্রমূখ।