ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে


প্রকাশ: ১ জুন, ২০২১ ০৪:৪২ পূর্বাহ্ন


২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪১ জন।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জনে। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৭৬৫ জন।  এ নিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩০৫ জন।

 

মঙ্গলবার (১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৯.৬৭ শতাংশ। 

এর আগে সোমবার করোনায় ৩৬ জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৭১০ জন।


   আরও সংবাদ