ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ চৈত্র ১৪৩২, ২৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

প্রকাশ্যে ফিল্মস্টাইলে গুলি করে যুবদল নেতাকে খুন


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ন


প্রকাশ্যে ফিল্মস্টাইলে গুলি করে যুবদল নেতাকে খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী প্রকাশ্যে ফিল্মস্টাইলে স্যানিটারি দোকানের ভেতরে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. আরিফ (১৮) নামে এক যুবককে গুলি করে তারা।

সোমবার সন্ধ্যায় পল্লবী ১২ নম্বর সেকশনের সি ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানের মধ্যে এ ঘটনা ঘটে। পরে দোকানের লোকজন তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোলাম কিবরিয়া ওই হার্ডওয়্যারের দোকানের সামনের দরজা দিয়ে প্রবেশ করেন। এ সময় ৫–৬জন ক্রেতার সঙ্গে কথা বলছেন দোকান কর্তৃপক্ষ। তাঁর দোকানে প্রবেশের দুই–তিন সেকেন্ডের মধ্যে বামপাশের দরজা দিয়ে প্রবেশ করেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। দুর্বৃত্তদের একজনের পরনে নীল রঙের পাঞ্জাবি এবং একজনের গায়ে সাদা চাদর। প্রত্যেকের পরনে কালো প্যান্ট, মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। দুর্বৃত্তদের নীল পাঞ্জাবী পরিহিত ব্যক্তি প্রথমে কিবরিয়াকে গুলি করতে শুরু করলে ভয়ে দোকান থেকে লোকজন পালিয়ে যায়। সে একাই তাকে সাত রাউন্ড গুলি করে। এ সময় কিবরিয়া ফ্লোরে লুটিয়ে পড়লে সাদা চাদর পরিহিত ব্যক্তি বুক ও মাথা লক্ষ্য করে আরও ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে একজন তার ধরে তোলার চেষ্টা করেও ফিরে যায়। এ সময় দোকানের সামনের রাস্তায় পথচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কিবরিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। তার কোনো শত্রু ছিল না। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর সাড়ে ১১-তে ফলপট্টি সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কর্তব্যরত ওয়ার্ড মাস্টার আবুল বাশার গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রক্তাক্ত অবস্থায় গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, কিবরিয়াকে গুলি করার ঘটনায় একজন আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।

আহত আরিফ জানান, সন্ধ্যা ৭টার দিকে পল্লবী সি- ব্লক ও বি- ব্লকের মাঝামাঝি মোড়ে। হেলমেট পরিহিত দুই ব্যক্তি দৌড়ে তার রিকশায় উঠে বসে। পরে তার কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দ্রুত চালাতে বলে। কোনো কিছু বুঝে উঠার আগেই দেরি হওয়ায় তারা কোমরে গুলি করে। বলে আর কোনো কথা বলতে পারে না গুলিবিদ্ধ আরিফ।

এসময় আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী পিয়ারুল ইসলাম জানান, যুবদল নেতা গোলাম কিবরিয়াকে খুন করে পালানোর সময় ওই এলাকায় যাত্রীর জন্য অপেক্ষারত আরিফের রিকশায় উঠে তারা। তারা বলতে থাকে, দ্রুত যা না হলে গুলি করে হত্যা করবো। এর মধ্যে রিকশা চালু করতে করতেই দুজনের একজন আরিফের কোমরে গুলি করে রিকশা থেকে নেমে দ্রুত চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দিয়াবাড়িতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর দিয়াবাড়ী ১৭ নম্বর সেক্টরে কাশবন থেকে অজ্ঞাত (১৫–২০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ৭টার দিকে লাশ উদ্ধার করে ঢাকার তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে– সোমবার ভোর রাতের দিকে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে গেছে।

তিনি বলেন, নিহতের নাম–পরিচয় এখনও জানা যায়নি। সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে নাম পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এছাড়া এই ঘটনায় ছায়া তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


   আরও সংবাদ