ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২, ২৪ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

আনসার ডিজির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন


আনসার ডিজির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেল এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।

সাক্ষাৎকালে তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) কার্যক্রমের আওতায় সম্ভাবনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিষয়ে আলোচনা করেন। 

বিশেষত আনসার ও ভিডিপি কর্তৃক দক্ষ জনশক্তি প্রশিক্ষণ এবং সজ্ঞীবন প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাহিনীর সদস্যদের জীবিকার উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রদূত গভীর আগ্রহ প্রকাশ করেন। 

এই সৌজন্য সাক্ষাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে এবং উন্নয়ন কেন্দ্রিক ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন উভয় দেশ।


   আরও সংবাদ