ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঝিকরগাছায় তরু‌ণের মরদেহ উদ্ধার


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ঝিকরগাছায় তরু‌ণের মরদেহ উদ্ধার

য‌শোর থেকে খান সাহেব : যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ইলিয়াস হোসেন (১৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিৎ করেছেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, আজ সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা এলাকার একটি পুকুরের ধার থেকে তরুণের মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিহতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলে তার পরিবারের লোকজন তা শনাক্ত করে থানায় আসে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, তরুণটিকে তার কোমরের বেল্ট গলায় বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তার পরিবার পুলিশকে জানিয়েছে- বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইলিয়াস বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত ইলিয়াস যশোর সদরের ছাতিয়ানতলা এলাকার আবু বকর মোল্যার ছেল


   আরও সংবাদ