প্রকাশ: ৪ অগাস্ট, ২০২১ ০৯:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটকের খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে র্যাবের একটি দল বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজকে আটকের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি র্যাব। তবে তার বাসায় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি।
এর আগে বিকালে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় নায়িকার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করে। দীর্ঘ অভিযান শেষে পরীমনিকে আটক করে নিয়ে যায় র্যাব।