প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
স্টাফ রিপোর্টার : বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৪১ শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
পরে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ (মাসুম) জানান, রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশসহ রুল জারি করেছেন।
এর আগে বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া আমিনুল ইসলামসহ ৪১ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।