প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:১৩ পূর্বাহ্ন
বিএননিউজ ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। মঙ্গলবার ওই সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছেন পিসিবির নির্বাচক প্যানেল। দলে কোন টেস্ট না খেলা তিন ক্রিকেটার ডাক পেয়েছেন।
তারা হলেন- ৩৮ বছর বয়সী বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার আসিফ আলী। ২২ বছর বয়সী বাঁ-হাতি লেগ স্পিনার ফয়সাল আকরাম এবং ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার রোহাইল নাজির।
লাহোরে আগামী ১২ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্টটি হবে ২০ অক্টোবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তার অধীনে ১২ টেস্টে মাত্র তিনটি জিতেছে পাকিস্তান। তবু অধিনায়কের আর্মব্যান্ড ধরে রেখেছেন তিনি।
টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে জায়গা না পাওয়া বাবর আজম ও রিজওয়ান আছেন টেস্ট সিরিজের দলে। সালমান আগাও আছেন। সঙ্গে অফ ফর্ম যাওয়া আব্দুল্লাহ শফিককে দলে রাখা হয়েছে। দুই নতুন বাঁ-হাতি স্পিনারকে দলে ডাকা হলেও স্পিনার নোমান আলী আছেন দলে। সঙ্গে ডানহাতি স্পিনার সাজিদ খান ও লেগ স্পিনার আবরাম আহমেদও আছেন পাকিস্তানের দলে।
পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম উল, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আগা, সূদ শাকিল, শাহিন আফ্রিদি।