ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কাল সকালে সূর্যগ্রহণ


প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কাল সকালে সূর্যগ্রহণ

নিউজ ডেস্ক: বছরের শেষ সূর্যগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার সকালে। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আকাশ পরিষ্কার থাকলে কাল সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে। এটি শুরু হবে সকাল সাড়ে আটটায়।

তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯ টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।

এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।

পাশাপাশি থাকবে সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা।


   আরও সংবাদ