ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জাবিতে বসানো হবে মুজিববর্ষের কাউন্টডাউন ঘড়ি


প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জাবিতে বসানো হবে মুজিববর্ষের কাউন্টডাউন ঘড়ি

জাবি থেকে রাজু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে ১০ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে বিকাল ৩টায় মুজিববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।

রাষ্ট্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ১০ জানুয়ারি বিকাল ৩ টায় মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্টডাউন ঘড়িটি বসানো হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্টডাউন ঘড়িটি উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অফিসার-কর্মচারি সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


   আরও সংবাদ