ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মানবতাবিরোধী অপরাধের দায়ে জাপার কায়সারের মৃত্যুদণ্ড বহাল


প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মানবতাবিরোধী অপরাধের দায়ে জাপার কায়সারের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু দণ্ড বহাল রেখেছেন অাপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 

এর আগে গত ৩ ডিসেম্বর কায়সারের আপিল শুনানি শেষে আপিল বেঞ্চ রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী কায়সারের অাপিলের রায়ের বিষয়টি অাজ সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে ছিল। 

২০১৪ সালের ২৩ সৈয়দ মোহাম্মদ কায়সারকে সর্বোচ্চ সাজাসহ ২২ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মুক্তিযুদ্ধের সময় ১৫২ জনকে হত্যা-গণহত্যা, দুই নারীকে ধর্ষণ, পাঁচজনকে আটক, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়, দুই শতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং ষড়যন্ত্রের ১৬টি  অপরাধের মধ্যে ১৪টিই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। 

পরে ২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজেকে নির্দোষ দাবি করে ফাঁসির সাজা বাতিল ও খালাস চেয়ে আপিল করেন কায়সার। ট্রাইব্যুনালের রায় বাতিলের পক্ষে মোট ৫৬টি যুক্তি দেখিয়েছেন তিনি।


   আরও সংবাদ