ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

টেকনাফ প্রতিনিধি :  টেকনাফ থানাধীন নাইটং পাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ ছানোয়ারা বানু (১৯) নামের এক রোহিঙ্গা নারী মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তিনি লেদা-২৪ নং ক্যাম্পের এলএসএসবি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী লাল মিয়ার মেয়ে। 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিল। 

আটককৃত নারী মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


   আরও সংবাদ