ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় জে লাইন পরিবরনের নাইট কোচে ডাকাতি


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় জে লাইন পরিবরনের নাইট কোচে ডাকাতি

চৌগাছা (যশোর) প্রতিনিধি : শোরের চৌগাছা মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে নাইট কোচে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত ইট ও কাঠের গুড়ি ফেলে ঢাকা থেকে চৌগাছাগামী জেলাইন পরিবরন ও একটি মাইক্রোবাসে ডাকাতি করে।  

পরিবহনের সুপার ভাইজার মনিরুল ইসলাম জানান, ইট ও কাঠের গুড়ি ফেলে রাস্তা আটকানো ছিল। গাড়ি দাড়ানোর সাথে সাথে কয়েকজন মুখশ ধারী লোক গাড়িতে প্রবেশ করে  যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিস পত্র ছিনিয়ে নেয়। গাড়ির হেলপার বাধা দিলে তাকে মারধর করে। 

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, কয়েকজন লোক ডাকাতির চেষ্টা করলে দায়িতরত্ব টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়। এঘটনায় কেউ অভিযোগ করেনি। 


   আরও সংবাদ