ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

নরসিংদীর পৌর মেয়র কামরুলকে হাইকোর্টে তলব


প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


নরসিংদীর পৌর মেয়র কামরুলকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার : নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে তলব করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে  রাস্তা করার অজুহাতে ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর করায় তাকে তলব করা হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি মেয়রকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

এছাড়া আদালত অবমাননার অভিযোগে নরসিংদীর ডিসি, এসপি, সদর থানার ওসি, পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।


   আরও সংবাদ