ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মহানবী (স.)-কে কটাক্ষকারী হিন্দু নেতাকে গু’লি করে হ’ত্যা।


প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মহানবী (স.)-কে কটাক্ষকারী হিন্দু নেতাকে গু’লি করে হ’ত্যা।


বিশেষ প্রতিবেদনঃ ভারতে হযরত মুহাম্মদ (স.)-এর বিরুদ্ধে কুৎসা রটনাকারী কুখ্যাত হিন্দু নেতাকে গু’লি করে ও গলা কে’টে হ’ত্যা করেছে অজ্ঞাত নামা এক ব্যক্তি। শুক্রবার সকালে ভারতের লখনৌতে এই ঘটনাটি ঘটেছে । নি’হত ওই চরমপন্থি হিন্দু নেতার নাম কমলেশ তিওয়ারি। তিনি হিন্দু সমাজ পার্টির সভাপতি

ও হিন্দু মহাসভার সাবেক নেতা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে দু’টো নাগাদ লখনৌয়ের খুরশিদবাগে কমলেশের অফিসে গেরুয়া পোশাক পরা এক ব্যাক্তি আসে। ওই ব্যক্তির হাতে ছিল মিষ্টির বাক্স। দিওয়ালি উপলক্ষে কমলেশকে মিষ্টি উপহার দেওয়ার কথা বলেছিল ওই ব্যক্তি।

কমলেশের সঙ্গে সে কয়েক মিনিট কথাও বলে। এরপরই মিষ্টির বাক্স এগিয়ে দেওয়ার অছিলায় বাক্স থেকে পিস্তল বার করে খুব কাছ থেকে কমলেশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গু’লি চালায় সেই ব্যক্তি। শুধু গু’লি নয়, কমলেশকে কোপানো হয় বলেও শোনা গেছে। কমলেশকে তার দফতর থেকে দ্রুত লখনৌয়ের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


   আরও সংবাদ