ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর মতিঝিলে ৪বছরের কন্যা শিশুকে গলাটিপে হত্যা করেছে মা।


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীর মতিঝিলে ৪বছরের কন্যা শিশুকে গলাটিপে হত্যা করেছে মা।

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল কবি জসিম উদ্দিন  রোডের একটি বাসায় মনীষা(৪)নামের  এক শিশুর রহস্যজনক  মৃত্যু।

আজ সোমবার (২৪ফেব্রুয়ারী)  বিকাল  ৫টায় ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় শিশুটি কে উদ্ধার করে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  চিকিৎসক মৃত করেন ।

শিশু টির বাবা সৈয়দ শফিকুর রহমান  জানান, মেয়ের মা শিশু টি কে  নিয়ে   বাসার  একটি   রুমে   দরজা  বন্ধ  করে  আছে। অনেক  ডাকাডাকির পর  দরজা  খুলে দেয় রুমের  ভিতরে  প্রবেশ করে  দেখি  অচেতন অবস্থায়  পরে আছে। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান জানান, শিশুটির গলায়
আঙলের ছাপেরর চিহ্ন দেখা গিয়েছে তবে গলা টিপে শ্বাসরোধে হত্যা কিনা
তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্ত রিপোর্ট 

পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 
তিনি আরো জানান,শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন।
নিহতের গ্রামের বাড়ি নড়াইল সদর ভূয়া পুর গ্রামের শফিকুর রহমানের এক মাএ মেয়ে মনীষা।

বর্তমানে মতিঝিল কবি জসিমউদ্দিন রোড পরিবারের সাথে থাকতো


   আরও সংবাদ