ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বাংলাদেশে প্রথম বার ছবি করতে চলেছেন দেব


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বাংলাদেশে প্রথম বার ছবি করতে চলেছেন দেব

 

 

বিনোদন ডেস্কঃ গত নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল দেবের ‘পাসওয়র্ড’। তখনই অভিনেতা ঠিক করেছিলেন, ও-পার বাংলায় একটি ছবি করবেন, কারণ বাংলাদেশে তাঁর ভক্তের সংখ্যা কম নয়। সেই ছবি এখন মোটামুটি চূড়ান্ত। নাম ‘মিশন সিক্সটিন’। পরিচালক শামিম আহমেদ। সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি ফোর্স অভিযান চালায়, তা নিয়েই ছবির গল্প। বলা বাহুল্য, দেবকে এখানেও অ্যাকশন অবতারেই দেখা  যাবে। 

এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হচ্ছেন জাহারা মিতু। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। এর আগে শাকিব খানের সঙ্গেও ছবি করেছেন। ছবিতে তিনিও দেবের সঙ্গে সন্ত্রাস দমনের কর্মকাণ্ডে সমান ভাবে জড়িত। ছবিতে দেবের নাম রাজ, মিতুর নাম ঐশী।  

দুই বাংলার একাধিক শিল্পী থাকছেন ছবিতে। টলিউড থেকে রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত রয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা-সহ বাংলাদেশের নানা জায়গা এবং তাইল্যান্ডে শুটিং হওয়ার কথা। ‘গোলন্দাজ’-এর শুটিং শেষ করে দেব ছবিটি করবেন। হাতে রয়েছে ‘কিশমিশ’ও।


   আরও সংবাদ