ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ইংলিশ ল্যাংগুয়েজের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ: ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে ইংলিশ ল্যাংগুয়েজের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মণিরামপুর প্রতিনিধিঃ  মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯জন শিক্ষক এতে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাইফুরস প্রাইভেট লিমিটেড’র আইএলটিইএফ শাখার প্রধান প্রশিক্ষক মোঃ মনির হোসেন।
 
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও ইংরেজি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও মণিরামপুর ইংলিশ ল্যাংগুয়েজ কাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আহসান উল্লাহ শরিফী। তিনি জানান, মফস্বল এলাকার অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীদের ইংরেজি ভাষাজ্ঞান দূর্বল। সে কারনেই ইংরেজি ভাষার উপর দক্ষতা সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


   আরও সংবাদ