ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

চৌগাছা (য‌শোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শরিফুল ইসলাম উপজেলার বুড়িন্দিয়া গ্রামের রাশেদ আলীর ছেলে। 

নিহতের চাচা আবু তালেব জানান, রোববার সকালে ইঞ্জিন চালিত আলম সাধু গাড়িতে মিকচার মেশিন নিয়ে চৌগাছা শহরে যাচ্ছিলেন। পলুয়া গ্রামের মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। 

এ সময় শরিফুল মিকচার মেশিনের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তা‌কে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া পারভিন বলেন, হাসপাতালে নি‌য়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ