ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জামিন বাতিল জি কে শামিমের চার দেহরক্ষীর


প্রকাশ: ১০ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জামিন বাতিল জি কে শামিমের চার দেহরক্ষীর

স্টাফ রিপোর্টার : জি কে শামীমের চার দেহরক্ষীর জামিনের বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে চার মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার চার দেহরক্ষীর জামিন বিষয়ে রায় দেন  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এর আগে ৩ মার্চ হাইকোর্ট জিকে শামীমের চার দেহরক্ষী কিভাবে, কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছিলেন। তাদের আয়কর রিটার্ন ও অস্ত্র মামলা কেন হয়েছে, সেই সব বিষয়ে  হলফনামা মূলে হাইকোর্টে দাখিল করার জন্য তাদের আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন।  


   আরও সংবাদ