ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চেয়ে রিট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : অন্য দেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্ধর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। 

বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই কার্যকর করতে আর্জি জানানো হয়েছে রিটে। আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে গতকাল লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। তবে তাতে সাড়া না দেয়ায় রিট করেন তিনি। 

পল্লব বলেন, অনেককে হোম কোয়ারেন্টাইমে পাঠানো হলেও তারা সেখানে সঠিকভাবে অবস্থান করছে না। এতে পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হচ্ছে।


   আরও সংবাদ