প্রকাশ: ১৯ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
 
            
স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের বিস্তার রোধে বিদেশ থেকে বাংলাদেশে যে কোন বন্দর দিয়ে প্রবেশ করলেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনী বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইমে পাঠানোর ব্যবস্থা করবে।
আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।