প্রকাশ: ২৫ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
গাজীপুর থেকে এম রানা : দানবের থাবায় কৃষি জমি ধরে রাখা যাচ্ছে না। দীর্ঘ কয়েক বছর ধরে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করার ধুম লেগেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় ভেকুমেশিন দিয়ে কৃষি জমি ও তুরাগ নদীর পার কেটে মাটি বিক্রি করার ধুম দেখা গেছে।
প্রশাসনের নজরে দিলেও তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সহজ-সরল কৃষক পেয়ে নগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার নুরুল ইসলাম (নুরু), গৌরাঙ্গ কুমার, আমবাগ পূর্বপাড়া এলাকার আবু হানিফ ও তার সহযোগিরা কৃষি জমি ধ্বংস করে মাটি কেটে নিয়ে বিক্রি করার ধুম ফেলে দিয়েছে।
সহজ শর্তে সল্পমূল্যে কৃষকের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে ৫০-৬০ ফুট গভীর গর্ত করে ধ্বংস করে দিচ্ছে দেশের কৃষি জমি।
স্থানীয়দের অভিযোগ, মাটি কাটা বন্ধ হলেই কৃষিতে ফিরতে চান তারা। নগরীর সকল ইটভাটা বন্ধ হলেও মাটি কাটা বন্ধ না হওয়ায় কৃষকদের মাথায় হাত।
নাম প্রকাশ না করার শর্তে বাইমাইলের বাসিন্দারা জানান, ইটভাটা বন্ধ হলেও ফসলি জমির মাটি কাটা বন্ধ হচ্ছে না। ক্রমেই তারা বেপরোয়া হয়েছে উঠেছে।
স্থানীয়রা বলেন, গাজীপুরের ভূমি সহকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে বার বার বিষয়টি নিয়ে অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অসাধু মাটি ব্যবসায়ীদের থাবায় তারা রক্ষা পাচ্ছেন না কৃষিজমি।
একজন সহজ-সরল কৃষক জানান, তিনি জমির মাটি বিক্রি করতে চান না। কিন্তু মাটি ব্যবসায়ীদের অত্যাচারে বাধ্য করে। ১-ফুট করে কেটে নেয়ার প্রতিশ্রুতি
দিয়ে ভয়ঙ্কর খনন করে বসে। ফলে পাশে জমি এমনিতেই ভেঙে পড়ে বিধায় বাধ্য হয়ে মাটি বিক্রি করতে হয়।
গাজীপুরের উপজেলা নির্বাহী অফিসার জানান, দ্রুত ব্যবস্থা নিচ্ছি তথ্য দিয়ে সহায়তা করুন। এদিকে মাটি কেটে ড্রাম্প ট্রাক দিয়ে নিয়ে যাওয়া-আসার সময় রাস্তার ওপর পড়ে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত সরকারি মহাসড়কগুলো ধ্বংস হচ্ছে। হালকা বৃষ্টি হলেই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের।