প্রকাশ: ৫ অগাস্ট, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
খুলনা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য বিভাগকে একটি আলোকিত জায়গা হিসেবে দেখতে চায়। চলমান ধান সংগ্রহে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের ক্ষেত্রে চালের মান নিয়েও কোন প্রকার আপস করা হবে না।
সোমবার (৫ আগস্ট) খুলনা সার্কিট হাউসে আয়োজিত খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত দু'মাসে আমি অনেকগুলো খাদ্যগুদাম ও সিএসডি পরিদর্শন করেছি। যেসব খাদ্য গুদাম এবং সিএসডিতে নিম্নমানের চাল পেয়েছি যে সমস্ত খাদ্য গুদাম কর্মকর্তা ও সিএসডি ম্যানেজার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অনেককে সাসপেন্ড করে বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। তাই বলছি আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। দুর্নীতি করবেন না।
সারাদেশে ১০ লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ২০০ টি প্যাডি সাইলো নির্মাণের কাজের বিষয়ে ইতিমধ্যেই আমরা অনেকখানি এগিয়ে গেছি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এই প্যাডি সাইলোগুলো নির্মাণ হলে তখন অনেক বেশি পরিমাণ ধান কৃষকের কাছ থেকে ক্রয় করতে পারব এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারব।
এর আগে মন্ত্রী সকাল দশটায় মংলা সাইলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাইলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। সভাশেষে যশোর জেলার মহেশ্বরপাশা সিএসডি এবং নওয়াপাড়া খাদ্য গুদাম পরিদর্শন করেন।
খুলনা বিভাগের বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক জনাব মহাসিন ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব আজিজ মোল্লা, পরিচালক সংগ্রহ জনাব জুলফিকার আলী সহ খুলনা খাদ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।