ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় বুক জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় বুক জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু

যশোর থেকে খান সাহেব : যশোর চৌগাছা উপজেলার মসিয়ূরনগর গ্রামে মঙ্গলবার রাতে শিশু দুটির মা খুরশিদা বেগেমের বাবার বাড়ি তাদের মৃত্যু হয়। জন্মের পর থেকেই শিশু দুটি অসুস্থ ছিল বলে জানা গেছে।

বুধবার সকালে তাদের দাফন করা হেয়েছে বলে জানিয়েছেন শিশু দুটির পিতা উজ্জল হোসেন। উজ্জল উপজেলার তজবিজপুর গ্রামের বাসিন্দা।

গত ৩ এপ্রিল যশোর শহরের অসীম ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগানো এই জমজ শিশু দুটি। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের বুক ছিল একটা।

জন্মের পর শিশু দুটিকে নিয়ে খুরশিদা তার বাবার বাড়ি অবস্থান করছিলেন।


   আরও সংবাদ