ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে তাবলীগের ২৫ সদস্যসহ ট্রাক আটক


প্রকাশ: ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বোরহানউদ্দিনে তাবলীগের ২৫ সদস্যসহ ট্রাক আটক

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলা বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে আসা তাবলীগ জামাতের ২৫ সদস্য সহ এক ট্রাক চালককে আটক করে নৌবাহিনী। 

ট্রাক ড্রাইভার আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ড্রাইভারকে তিন হাজার টাকা জরিমানা করে। দন্ডপ্রাপ্ত আলী একই উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোতাহার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী জানান, ট্রাকটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে তাবলীগ জামাতের ২৫ সদস্যকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্য যাচ্ছিল। 

পথে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রী নামিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। 

এ ধরনের চলাচলে দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলে ও তাদের ছেড়ে দেওয়া হয়। 

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়। অপর দিকে ড্রাইভারকে তিন হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।


   আরও সংবাদ