ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

মাজেদের অপবাদ দেয়ার প্রতিবাদে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মাজেদের অপবাদ দেয়ার প্রতিবাদে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলা বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ক্যাপ্টেন মাজেদের নাতি পরিচয়ে ছাত্রলীগ নেতা পলাশ বিশ্বাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। 

সংবাদ সম্মেলনে পলাশ বিশ্বাস বলেন, তার সাথে বঙ্গবন্ধুর খুনী এবং ফাঁসির আসামি ক্যাপ্টেন মাজেদের সাথে রক্তের কোন সম্পর্ক নাই। যদি বাংলাদেশ সরকারের কোন গোয়েন্দা সংস্থার তদন্তে সে দোষী প্রমাণিত হয়। 

বাংলাদেশ ছাত্রলীগ কোনো ডিসিশন নেওয়ার আগেই তিনি নিজেই পদত্যাগ করে বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করবেন। এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 

এ সময় বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানান।

উক্ত সংবাদ সম্মেলনে ভোলা জেলার ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মুন্না প্রমুখ।


   আরও সংবাদ