ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

নিষেধাজ্ঞা অমান্য করে আসছে ইট ভাটার শ্রমিকরা, আতঙ্কে গ্রামবাসী


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


নিষেধাজ্ঞা অমান্য করে আসছে ইট ভাটার শ্রমিকরা, আতঙ্কে গ্রামবাসী

সাতক্ষীরা থেকে শিমুল : সাতক্ষীরায় প্রতিদিনই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফিরছে শত শত ভাটা শ্রমিক। গত দুই/তিনদিনে  বিভিন্ন স্থান থেকে সাতক্ষীরায় এসেছে শত শত মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও সু- কৌশলে ট্রাকের মধ্যে, এ্যাম্বুলেন্সে এবং ছোট খাটো যানবাহনে  আসছে বলে বিভিন্ন  নিশ্চিত ভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কালিগঞ্জে ভাটা শ্রমিকসহ দুটি ট্রাক জব্দ করেন থানা পুলিশ।

এভাবে সাতক্ষীরায় প্রবেশের এ খবরে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। তারা বাড়িতে ফিরে মানছে না হোম কোয়ারেন্টাইন।

তারা ইচ্ছামত প্রকাশ্যে হাটে-বাজারে চলাফেরা করছেন। তাদের সকলকেই কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সে নিয়ম মানছেন না অধিকাংশই।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গত দুই/তিনদিনে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলাসহ বাইরের জেলা থেকে ট্রাক ভর্তি মানুষ সাতক্ষীরাতে প্রবেশ করছে। প্রতি ট্রাকের উপরে পলিথিন কিংবা ত্রিপল দিয়ে ঢেকে শ্বাসরুদ্ধকর অবস্থায় ৩৫ থেকে ৪৫ জন পর্যন্ত মানুষ গাদাগাদি করেই আসছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইরে থেকে আসা কোন যানবাহন সাতক্ষীরায় প্রবেশ করবে না এমন ঘোষণা দেওয়া হলেও তা কার্যকরা করা যায় নি।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদীর নিকট এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, বাহিরে থেকে আগতদের নিয়ম অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে লক্ষে কালিগঞ্জ  উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, জেলার বাইরে থেকে  ব্যাপক লোক আসছে এখবর পেয়ে সাতক্ষীরার প্রতিটি উপজেলার নির্বাহী অফিসার, চেয়ারম্যানগণকে এধরনের মানুষদের চিহ্নিত করে হোম কোয়ারেনন্টেইন নিশ্চিত করার জন্য বলা হয়েছে।


   আরও সংবাদ