প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
চাঁদপুর সংবাদদাতা : বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় গরীব ও এতিমদের মাঝে ত্রাণ বিতরণ করছে চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সদস্যরা।
শুক্রবার (১০ই এপ্রিল) সকালে এলাকার সমাজকর্মীদের এক কর্মোদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
এরআগে সদস্যরা এলাকার বিভিন্ন বিত্তশালী, প্রবাসী ও সংগঠনের সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফান্ড গঠন করেন তারা।
এই সংগ্রহের অর্থ দিয়ে সমাজকর্মীরা এলাকার ২৮ জন গরীব, দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এই সংগঠনটি বিভিন্ন সময়ে এলাকায় শিক্ষা উপকরণ, গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে থাকেন।
সংগঠনের একজন সদস্য বলেন, 'আমি মনে করি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা এখনই উপযুক্ত সময়। আমরা সবসময় যেকোন দুঃসময়ে মানুষের পাশে সাহায্য হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ্'।
সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, 'মানুষ মানুষের জন্য' এটাই হবে আমাদের সংগঠনের নীতিবাক্য।
এসময় সংগঠনের সাধারণ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন-আদর্শ, শ্রম ও উদ্দমী মননশীলতা দিয়ে তোমরা এ সমাজে দৃন্তান্ত স্থাপন করবে। আমরা এ সমাজ এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে'।