ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে শিশু ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে এক বৃদ্ধ আটক


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


য‌শো‌রে শিশু ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে এক বৃদ্ধ আটক

য‌শোর প্র‌তি‌নি‌ধি : য‌শো‌রের বাঘারপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আবু জাফর মোল্লা (৬৪) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাফর উপজেলার একটি গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে।

অভিযোগ করা হচ্ছে, ধর্ষণের শিকার ওই শিশু আবু জাফরের ভাইজি-জামাইয়ের দ্বিতীয় পক্ষের মেয়ে। তারা একই বাড়িতে বসবাস করে আসছে। গত শনিবার রাতে শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আবু জাফর। 

বিষয়টি বাড়ির লোকজন জানতে পারলেও লোকলজ্জায় গোপন রাখেন। এক পর্যায়ে মেয়েটি নিজেই পরিবার-সদস্যদের বিষয়টি জানায়। পর বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাঘারপাড়া থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯/১ ধারায় মামলাটি গ্রহণ করে থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাস তিনেক আগেও আবু জাফর মেয়েটিকে ধর্ষণ করেছিল। তখন বিষয়টি পরিবারের লোকজন জানতেন না।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। আর মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের কাজও চলছে।


   আরও সংবাদ