ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

শেকৃবি শিক্ষার্থীসহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


শেকৃবি শিক্ষার্থীসহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত

শেকৃবি প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত। নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে তিনি করোনায় আক্রান্ত হন।

আক্রান্ত শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগে ঢাকা ফেরত পুলিশ সদস্য আমার মামা আমাদের বাসায় এসেছিলেন।

তিনি আক্রান্ত হওয়ার খবর শোনার পর আমাদের পরিবারের সবাই করোনা টেস্ট করি, গতকাল জানতে পারি পরিবারের ৫ জনের সবারই পজিটিভ এসেছে। বাসা লকডাউন করা হয়েছে আমরা সবাই বাসাতেই অবস্থান করছি।

আক্রান্ত শিক্ষার্থীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিমুলিয়া গ্রামে।
 


   আরও সংবাদ