ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় কম্বাইন্ড মেশিনে ধানকাটা পরিদর্শনে জাহিদুল ইসলাম


প্রকাশ: ৪ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় কম্বাইন্ড মেশিনে ধানকাটা পরিদর্শনে জাহিদুল ইসলাম

‌চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সরকারি প্রণোদনার কম্বাইন্ড হার্ভেষ্টারে ধান কাটা, মাড়াই করা ও প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসের কর্মকর্তারা। 

সোমবার উপজেলার সিংহঝুলি মাঠে এই কার্যক্রম পরিদর্শন করেন তারা। 

সোমবার দুপুর ১২টায় উপজেলার সিংহঝুলি মাঠে কার্যক্রমের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রইচ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, মাহবুবুর রহমান, মেহেরুন নেছা, হার্ভেষ্টার প্রণোদনা পাওয়া জামশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারি প্রণোদনার এই কম্বাইন্ড হার্ভেষ্টারের মাধ্যমে ঘন্টায় তিন বিঘা জমির ধান কেটে, মাড়াইকরে, প্যাকেজিং করা যাচ্ছে। 

চলতি বছর এ উপজেলায় সরকারি ৫৮ লক্ষ ৭০ হাজার টাকা প্রণোদনায় ৪টি কম্বাইন্ড হার্ভেষ্টার ও ৩টি রিপার মেশিন প্রদান করা হয়েছে।


   আরও সংবাদ