ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেক আর নেই


প্রকাশ: ৭ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেক আর নেই

কালিগঞ্জ থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুক-মশালচি আব্দুল খালেক আর নেই।

বৃহস্পতিবার (৭ই মে) বিকেল সাড়ে ৫ টায় আকস্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল ব্যাধিতে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মৃতুঞ্জয় কুমার সর্দার, কর্মরত অন্যান্য সহকারী সার্জনবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


   আরও সংবাদ