প্রকাশ: ১০ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিপিএমসিএ’র কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে ড. আনোয়ার হোসেন খান এমপি বিপিএমসিএর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বৈঠকে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. এম এ মুবিন খান।
এরআগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রী হওয়ার কারণে এই পদ থেকে পদত্যাগ করলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়।
উল্লেখ্য, গত বছরে ৯ মার্চ এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।