প্রকাশ: ১২ মে, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে দিন আনা দিন খাওয়া দরিদ্রদের জন্য ফ্রি সবজি বাজার খুলেছে সরকারি তিতুমীর কলেজের ইলিয়াছ হাওলাদার নামের এক ছাত্রলীগের কর্মী।
মঙ্গলবার উজিরপুরের সাকরাল গ্রামের মডেল বাজারে এ কার্যক্রম শুরু করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের কর্মী নেতৃত্বে বড়াকোঠা ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, মডেল বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে সবজি দিয়ে সাজানো ভ্যান নিয়ে ছিলেন ছাত্রলীগের কর্মীরা। পাশে রয়েছে ‘ফ্রি সবজি বাজার’ নামের ব্যানার। সদাই করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগের কর্মীরা একে একে টেবিলে থাকা পরিমান মতো সবজি ব্যাগে ভরে তাদের হাতে দিচ্ছেন।
এ বাজারে মিষ্টি কুমড়া, পুঁই শাক, পাট শাক, কাঁচা মরিচসহ হরেক রকমের সবজি রয়েছে।
সবজি নিতে আসা এলাকার জনসাধারন বলেন, “ব্যাগভর্তি সদাই পেয়েছি, কিন্তু কেউ টাকা চাইল না। “যাহোক পরিবার নিয়ে কয়েকদিন চলে যাবে।”
সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের কর্মী ইলিয়াছ হাওলার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের সহযোগিতায় ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমার গ্রামের প্রান্তিক কৃষকদের থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে অসহায় কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করছি আমরা। অস্বচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন লোক দেখে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি।
“করোনায় আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জায়গায় হৃদয় মৃধার নেতৃত্বে নেতাকর্মীরা বেশ কয়েকজন কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়।