ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরের চেতনানাশক স্প্রে করে তিন বাড়িতে ডাকাতি


প্রকাশ: ১৮ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরের চেতনানাশক স্প্রে করে তিন বাড়িতে ডাকাতি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের পল্লীতে চেতনানাশক স্প্রে করে তিন বাড়িতে ডাকাতি এবং পৃথক ঘটনায় দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল বুধবার (১৭জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে তিন বাড়িতে ডাকাতি ও মনোহরপুর এবং হায়াতপুর গ্রামে গরু চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের মাঝের পাড়ার ইউনুস আলী, তার ভাই ইসহাক ও ভগ্নিপতি আবুল বাশারের পরিবারের সকল সদস্য বুধবার সন্ধ্যায় তাদের স্ব-স্ব বাড়ি ঘর ও মালামাল অরক্ষিত রেখে ঘুমিয়ে পড়ে। রাতে তারা তিন পরিবারের কেহই টের পাইনি। সকালে পাশের বাড়ির লোকজন এসে তাদেরকে ঘুম থেকে জাগায়। 

ওই গ্রামের বাসিন্দা প্রতিবেশেী হাদিউজ্জামান জানান, ওই তিন পরিবারের লোকজন ঘুমে অচেতন থাকায় সংঘঠিত ডাকাতরা ইউনুস আলীসহ তিন বাড়ি থেকে নগদ টাকা ও কিছু স্বর্নালোংকার নিয়ে ছটকে পড়েছে। 

ক্ষতিগ্রস্তদের ধারনা সুযোগ সন্ধ্যানী ডাকাতদল তাদেরকে চেতনানাশক স্প্রে করে ঘুম পড়িয়ে বাড়ির মালামাল লুট করে নিয়ে গেছে।

অপর দিকে একই রাতে উপজেলার রাজগঞ্জ মনোহরপুর ও চালুয়াহাটী ইউনিয়নের হায়াতপুর গ্রামের দুই কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।  

খবর পেয়ে মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশিষ বিশ্বাস কাশিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ পরিদর্শন করেছেন।


   আরও সংবাদ