প্রকাশ: ২৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
 
            
যশোর থেকে খান সাহেব : যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে কাজী নজরুল ইসলাম (৬২) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। নিহত কাজী নজরুল ইসলাম দেয়াপাড়া গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লাশ এখন জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নজরুল ইসলামের ভাইপো কাজী নাঈম জানান, সকাল সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে তার দুই চাচা কাজী নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় চাচা আব্দুর রাজ্জাক হাতে থাকা দা দিয়ে কাজী নজরুল ইসলামের ঘাড় ও হাতে কোপ দেয়। বাড়ির লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।  এঘটনার পরে চাচা আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।
 
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহতের স্ত্রী জাহানারা স্বামী খুনের ব্যাপারে কোতয়ালী থানায় এসে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মোর্তজা।