ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের হাতে মা খুন


প্রকাশ: ২৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের হাতে মা খুন

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার শেকুনতলা গ্রামে ছেলের হাতে তাসলিমা নামে এক মায়ের খুনের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় শেকুনতলা গ্রামে মৃত মাহমুদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তামলিমার ছেলে মানিক তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

এবিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, ছুরির আঘাতে তাসলিমা নামে এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অপর একজন শামসুর নাহার গুরুত্বর আহত হয়ে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

এ ঘটনায় ঘটনাস্থল থেকে আসামী মানিক তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে খুনের সঠিত তথ্য জানা যাবে।


   আরও সংবাদ