ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কালিগঞ্জে মৌতলায় এক ব্যবসায়ীর করোনায় আক্রান্ত


প্রকাশ: ২৬ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কালিগঞ্জে মৌতলায় এক ব্যবসায়ীর করোনায় আক্রান্ত

কালিগঞ্জ থেকে শিমুল : কালিগঞ্জে নতুন করে এক ব্যবসায়ীর করানো শনাক্ত হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্যম মৌতলা গ্রামের রজব আলীর পুত্র মনিরুল ইসলাম (৪২)। 

 আজ শুক্রবার (২৬ জুন) তার নমুনা রিপোর্ট পজেটিভ আসছে। 

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান জানান, গত ২৪ জুন তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। পরে কালিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে তার বাড়ি লকডাউন ঘোষণাা করা। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন লকডাউনের বিষয় নিশ্চিত করে সকলকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


   আরও সংবাদ