ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি


প্রকাশ: ৩০ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব), ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, "অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। কবে থেকে ক্লাস শুরু করা হবে এ বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার নির্দেশ প্রদান করা হয়েছে।".

অনলাইন ক্লাসে অংশগ্রহণে শিক্ষার্থীদের সমস্যা বিষয়ে বলেন, "ক্লাস শুরু হওয়ার পর সমস্যাগুলো বোঝা যাবে এবং সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।"

উল্লেখ্য, এর আগে সকল পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


   আরও সংবাদ