ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় একজন আটক


প্রকাশ: ৩ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় একজন আটক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট করায় ছোটন বিশ্বাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ছোটন বিশ্বাস পদ্মামনসা ০৬নং ওয়ার্ডের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় আটক ছোটন বিশ্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল, রাসেলুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ