ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলেন তাসনুভা


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলেন তাসনুভা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা এলভিন প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। নতুন অতিথির আগমনে ভীষণ আনন্দিত এই লাক্স তারকা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে কন‌্যা সন্তানের জন্ম দেন তিনি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

তাসনুভা এলভিন বলেন, আল্লাহর রহমতে কন‌্যাসন্তানের মা হয়েছি। প্রতিটি নারীর কাছে এটি অন্যরকম এক অনুভূতি। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।

উল্লখ্য, ২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’সহ আরো বেশ কয়েকটি।


   আরও সংবাদ