ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সংসদ সদস্য আতাউর রহমান বশেমুমে ভর্তি


প্রকাশ: ১০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


সংসদ সদস্য আতাউর রহমান বশেমুমে ভর্তি

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল-৩ আসন (ঘাটাইল)'র আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে আজ রাত ৮.০৭ মিনিটে ঢাকায় আনা হয়েছে। নিউরো জটিলতায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে। তাঁর বয়স ৮৩ বছর।

আজ শুক্রবার রাতে এক খুদে বার্তায় জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব তথ্য জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার আজ সন্ধ্যায় জানান, আতাউর রহমান খান সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে ৮ টার দিকে আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।


   আরও সংবাদ