ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ এক ইউপি সদস্য আটক


প্রকাশ: ১৯ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ এক ইউপি সদস্য আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিনকে (৪০) আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাপটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে। 

এ গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মোমিনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। এবং তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।


   আরও সংবাদ