ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

হ্যাকারের কব্জায় গণস্বাস্থ্য মেডিকেলের ওয়েবসাইট 


প্রকাশ: ২০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


হ্যাকারের কব্জায় গণস্বাস্থ্য মেডিকেলের ওয়েবসাইট 

গবি থেকে স্পন্দন : সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়েছে।

হ্যাকাররা এই ওয়েবসাইটটি হ্যাক করার পর স্ক্রিনে ‘HAKED BY ADAMAYA ANONYMOUS TUNITSIAN HAKER' লেখা ঝুলিয়ে দেয়।

সোমবার (২০ জুলাই) হ্যাক হওয়ার বিষয়টি প্রথমে নজরে আসে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস)। তবে কখন সাইটটি হ্যাক হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। সাইটটিতে কলেজের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রধারণা করা হচ্ছে সাইটটি ১৮ থেকে ১৯ জুলাইয়ে মধ্যে হ্যাক করা হয়েছে।

এ ব্যপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদা আদিব খানম এর সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়ে এখনো কিছু জানি না। মাঝে মাঝে হ্যাক হওয়ার কথা বলতেই তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, এ সম্পর্কে আমার কিছু বলার নাই। 

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের আগষ্ট, ২০১৯ সালের জুন মাস সহ একাধিকবার গণস্বাস্থ্য মেডিকেলের ওয়েবসাইড হ্যাক করা হয়েছিল বলে জানা যায়।


   আরও সংবাদ